গুন গুন ভ্রমরা মন যে উতলা
গুন গুন ভ্রমরা মন যে উতলা
বন্ধু আসিবে আজকে গোপনে
গানে গানে আমি ভরে দেবো প্রাণ
ছন্দ বাজে মনে তাকরানা তাকরা
গুন গুন ভ্রমরা মন যে উতলা
বন্ধু আসিবে আজকে গোপনে
গানে গানে আমি ভরে দেবো প্রাণ
ছন্দ বাজে মনে তাকরানা তাকরা
গুন গুন ভ্রমরা মন যে উতলা
বন্ধু আসিবে আজকে গোপনে
আজকে হবে দেখা বহু দিনের পরে
তাই তো সকাল থেকে মন যে কেমন করে
আজকে হবে দেখা বহু দিনের পরে
তাই তো সকাল থেকে মন যে কেমন করে
বিরহের দিন কেটে যাবে উড়ে যাবে যত অভিমান
গুন গুন ভ্রমরা মন যে উতলা
বন্ধু আসিবে আজকে গোপনে
গানে গানে আমি ভরে দেবো প্রাণ
ছন্দ বাজে মনে তাকরানা তাকরা
গুন গুন ভ্রমরা মন যে উতলা
বন্ধু আসিবে আজকে গোপনে
তাইতো মনের কোণে জ্বলছে আশার আলো
তুমি আসবে জেনে লাগছে কতো ভালো
তাইতো মনের কোণে জ্বলছে আশার আলো
তুমি আসবে জেনে লাগছে কতো ভালো
চম্পাডালে বসে থেকে থেকে বুঝি গোপীরা ধরেছে তান
গুন গুন ভ্রমরা মন যে উতলা
বন্ধু আসিবে আজকে গোপনে
গানে গানে আমি ভরে দেবো প্রাণ
ছন্দ বাজে মনে তাকরানা তাকরা
গুন গুন ভ্রমরা মন যে উতলা
বন্ধু আসিবে আজকে গোপনে
গানে গানে আমি ভরে দেবো প্রাণ
ছন্দ বাজে মনে তাকরানা তাকরা
গুন গুন ভ্রমরা
Song: Gun Gun Bhromora
Artist: Asha Bhosle
Music Director: R.D. Burman
Video from YouTube for Gun Gun Bhromora :