আজ যাই?
আসব আর একদিন আজ যাই।
আসব আর একদিন আজ যাই।
হো ফোটা ঝরা ফুলের যে কাজ তাই।
আজ যাই আজ যাই,
আসব আর একদিন আজ যাই।
হো ফোটা ঝরা ফুলের যে কাজ তাই।
হো হো ফোটা ঝরা ফুলের যে কাজ তাই।
আজ যাই-
আসব আর একদিন আজ যাই।
ইচ্ছে তো করে মাঝে মাঝে এসে দেখা করি
কাঁটা দেয় গায়ে আমি যে ভয়ে কেঁপে মরি।
ইচ্ছে তো করে মাঝে মাঝে এসে দেখা করি
কাঁটা দেয় গায়ে আমি যে ভয়ে কেঁপে মরি।
যাতে কেউ না বলে তোমার কোনো লাজ নাই।
আজ যাই?
হো আসব আর একদিন আজ যাই ?
চোখগুলো সব ওই চারিদিকে পাহাড়াতে থাকে
কোথায় কখন যাই তার তো খবর ঠিকই রাখে
হায় বিফল যে হল মিলনেরই সাজ তাই
আজ যাই?
হো আসব আর একদিন আজ যাই ?
ফোটা ঝরা ফুলের যে কাজ তাই।
আজ যাই আজ যাই,
আসব আর একদিন আজ যাই।
Song: Asbo Ar Ekdin Aj Jai
Artist: Asha Bhosle
Lyricist: Gauriprasanna Mazumder
Composer: Rahul Dev Burman
Video from YouTube for Asbo Ar Ekdin Aj Jai :