ও সোনা ব্যাঙ, ও কোলা ব্যাঙ।
ও সোনা ব্যাঙ, ও কোলা ব্যাঙ।
সারারাত হেড়ে গলায় ডাকিস গ্যাঙর-গ্যাঙ।
তোরা কি গলা সাধিস নি, তোরা কি নাড়া বাঁধিস নি?
আয় চলে আয় আমার কাছে,
শিখিয়ে দেব গান।
ও সোনা ব্যাঙ, ও কোলা ব্যাঙ।
ও সোনা ব্যাঙ, ও কোলা ব্যাঙ।
সারারাত হেড়ে গলায় ডাকিস গ্যাঙর-গ্যাঙ।
তোরা কি গলা সাধিস নি, তোরা কি নাড়া বাঁধিস নি?
আয় চলে আয় আমার কাছে,
শিখিয়ে দেব গান।
বল তো! বল না!
বল তো!
পাপা পাপা মাপা ধাপা রেগা মামামা গা
ভেরি গুড। কোলা ব্যাঙ, তুমিও বল
পাপা পাপা মাপা ধাপা রেগা মামামা গা
গাগা রেসা রেরে সানি ধানি সানি পা
বা বা বা বা রে বা।
সারাটা দিন লম্প-ঝম্প বন্ধ করে দাও।
তানপুরাটায় সুরটি বেঁধে রেওয়াজ করে যাও।
সারাটা দিন লম্প-ঝম্প বন্ধ করে দাও।
তানপুরাটায় সুরটি বেঁধে রেওয়াজ করে যাও।
মা বলবে ভাল মেয়ে, সোনা কোলা ব্যাঙ।
মা বলবে ভাল মেয়ে, সোনা কোলা ব্যাঙ।
তা যদি না করো তবে ভাঙব তোমার ঠ্যাঙ।
বল তো!
সারে গামাপা
ধাপা ধাপামাগা
গামাপাধানিসা রেনি
সানিধাপা মাগা
বা বা বা বা রে বা।
ও সোনা ব্যাঙ, ও কোলা ব্যাঙ।
ও সোনা ব্যাঙ, ও কোলা ব্যাঙ।
সারারাত হেড়ে গলায় ডাকিস গ্যাঙর-গ্যাঙ।
তোরা কি গলা সাধিস নি, তোরা কি নাড়া বাঁধিস নি?
আয় চলে আয় আমার কাছে,
শিখিয়ে দেব গান।
বল তো! বল না!
বল তো!
পাপা পাপা মাপা ধাপা রেগা মামামা গা
ভেরি গুড। কোলা ব্যাঙ, আবার বল-
গাগা রেসা রেরে সানি ধানি সানি পা
বা বা বা বা রে বা।
সম্মেলনে গাইবেন খাঁ সাহেব কোলা ব্যাঙ।
সঙ্গতে সঙ্গীতে থাকবেন পণ্ডিত সোনা ব্যাঙ।
তোমরা সবাই শুনতে এসো কোলা ব্যাঙের গান।
তোমরা সবাই শুনতে এসো কোলা ব্যাঙের গান।
কলয়াতি গানের শেষে নানারকম তান,
শুনিয়ে দাও, শুনিয়ে দাও, শুনিয়ে দাও।
ধাধিনধিনধা ধাধিনধিনধা
নাতিনতিনতা তেটেধিনধিনধা
ধিরিধিরি নাতিনতা নাতিনতা রে
তেরে না ধিরিধিরি নাতিনতা নাতিনতা রে।
বা বা, ভেরি গুড।
Song: O sona byang
Artist: Antara Chowdhury
Lyr & Music : Salil Chowdhury
Video from YouTube for O sona byang :