কেউ কখন ঠিক দুপুরে রায়পুরেতে যেও না।
কেউ কখন ঠিক দুপুরে রায়পুরেতে যেও না।
যদি বা যাও খেন্তপিসির,
যদি বা যাও খেন্তপিসির রান্না শুক্ত খেও না।
কেউ কখন ঠিক দুপুরে রায়পুরেতে যেও না।
ভুক্তভোগী আমরা জানি দুপুর বেলায় কি হয় রাণী।
ভুক্তভোগী আমরা জানি দুপুর বেলায় কি হয় রাণী।
দোক্তা দিয়ে যুক্ত করে শুক্ত রাঁধে পিসি-
আর উচ্ছেকুচি থেঁতো করে,
উচ্ছেকুচি থেঁতো করে দাঁতে লাগায় পিসি পিসি।
কেউ কখন ঠিক দুপুরে রায়পুরেতে যেও না।
যদি বা যাও খেন্তপিসির রান্না শুক্ত খেও না।
কেউ কখন ঠিক দুপুরে রায়পুরেতে যেও না।
শনিবারের বারবেলাতে কারবালাতে যেও না।
শনিবারের বারবেলাতে কারবালাতে যেও না।
যদি বা যাও ভুলেও যেন,
যদি বা যাও ভুলেও যেন খেয়াল ঠুমরী গেও না।
শনিবারের বারবেলাতে কারবালাতে যেও না।
নিজের চোখে দেখাশোনা,
আমার নিজের চোখে দেখাশোনা, বানানো নয় এর এক কণা।
কারবালাতে হরবোলা এক বহুরূপী থাকে।
কারবালাতে হরবোলা এক বহুরূপী থাকে।
সে খেয়াল শুনে দেয়াল ভেঙে,
সে খেয়াল শুনে দেয়াল ভেঙে শিয়াল হয়ে ডাকে ডাকে ।
শনিবারের বারবেলাতে কারবালাতে যেও না।
যদি বা যাও ভুলেও যেন খেয়াল ঠুমরী গেও না।
শনিবারের বারবেলাতে কারবালাতে যেও না।
ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেও না।
ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেও না।
যদি বা যাও আন্নামাসির,
যদি বা যাও আন্নামাসির ছ্যাঁচরা রান্না খেও না।
ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেও না।
ছ্যাঁচরা খেলেই প্যাঁচরা হবে আঁচরে চুলকে প্রাণটি যাবে।
ওরে ছ্যাঁচরা খেলেই প্যাঁচরা হবে আঁচরে চুলকে প্রাণটি যাবে।
হ্যাঁচরা মেরে শনিবারে কচু ওঠায় মাসি
হ্যাঁচরা মেরে শনিবারে কচু ওঠায় মাসি
তার ছ্যাঁচরা রেঁধে রোববারেতে,
তার ছ্যাঁচরা রেঁধে রোববারেতে তাই খেতে দেয় বাসি মাসি।
ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেও না।
যদি বা যাও আন্নামাসির ছ্যাঁচরা রান্না খেও না।
ভুলেও যেন রোববারেতে কাঁচরাপাড়ায় যেও না।
শনিবারের বারবেলাতে কারবালাতে যেও না।
কেউ কখন ঠিক দুপুরে রায়পুরেতে যেও না।
Song: Keu kakhono thik dupure
Artist: Antara Chowdhury
Lyricist and Composer: Salil Chowdhury
Video from YouTube for Keu kakhono thik dupure :