একা নরে, কানে করে
একা নরে, কানে করে
তেঁতুল পারে, ছরে ছরে।
এক হাতে তার নুনের ভাঁড়
আর এক হাতে ছুরি,
কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি।
একা নরে কানে করে
একা নরে কানে করে
তেঁতুল পারে, ছরে ছরে।
এক হাতে তার নুনের ভাঁড়
আর এক হাতে ছুরি,
এক হাতে তার নুনের ভাঁড়
আর এক হাতে ছুরি,
কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি।
কানপুরেতে একা নরের মস্ত বড় মকান ,
হরেক রকম কানের সেথা কানহারি দোকান।
কানহারি দোকান ।
কান পাতলা সেখানে যায় কিনতে মোটা কান,
আর কানে খাটো কিনে আনে লম্বা দেখে কান।
লম্বা দেখে কান।
কানাঘুষো যা কিছু হয় যত কানাকানি,
কানাঘুষো যা কিছু হয় যত কানাকানি
সবকিছু সেউ একানরে করেছে আমদানি।
একা নরে কানে করে
তেঁতুল পারে, ছরে ছরে।
তখনও দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান
একবার কানপুরে এলেন কিনতে তার বাঁ কান,
কিনতে তার বাঁ কান।
একানরে বললে দেখুন সময় দিতে হবে।
মন্ত্রীর কান আনতে গেলে দিল্লী যেতে হবে।
এই না বলে, একা নরে দিল্লী দিল হাঁটা,
ছদিন পর ফিরে এল চক্ষু ভাঁটা ভাঁটা,
চক্ষু ভাঁটা ভাঁটা
বলল কেঁদে নিন ফিরিয়ে আপনার টাকাটা।
মন্ত্রী হবার পরে ওদের সবার দুকান কাটা।
একা নরে কানে করে
তেঁতুল পারে, ছরে ছরে।
এক হাতে তার নুনের ভাঁড়
আর এক হাতে ছুরি,
এক হাতে তার নুনের ভাঁড়
আর এক হাতে ছুরি,
এক হাতে তার নুনের ভাঁড়
আর এক হাতে ছুরি,
কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি।
একা নরে কানে করে
তেঁতুল পারে, ছরে ছরে।
Song: Eka nare
Artist: Antara Chowdhury
Lyricist and Composer: Salil Chowdhury
Video from YouTube for Eka nare :