রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি
সূর্য ঢেকে নিল দৃষ্টি।
রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি
সূর্য ঢেকে নিল দৃষ্টি।
আজ আমি একা ঘরে।
ভিজে ডানা নিয়ে নীড়ে ফিরল পাখি-
এ মন যে ব্যথাতে ভরে,
কত কি মনে পড়ে।
রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি
সূর্য ঢেকে নিল দৃষ্টি।
টাপুর টুপুর সারা দুপুর বাজায় নুপুরে শ্রাবণ
মনের মাটি যায় যে ভিজে দুচোখে আসে প্লাবন
আজকে বাদল ঝরে মনকে যে ব্যাকুল করে
রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি
সূর্য ঢেকে নিল দৃষ্টি।
আজ আমি একা ঘরে।
ভিজে ডানা নিয়ে নীড়ে ফিরল পাখি-
এ মন যে ব্যথাতে ভরে,
কত কি মনে পড়ে।
রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি
সূর্য ঢেকে নিল দৃষ্টি।
আ আআ আআ আআ
এমন শ্রাবণ দিনে প্রথম পথের মাঝে পরিচয়
ভিজে আঁচল চোখের কাজল, ভিজেছিল এ হৃদয়
আজকে বাদল ঝরে সেই দিন মনে পড়ে
আজকে বাদল ঝরে সেই দিন মনে পড়ে
রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি
সূর্য ঢেকে নিল দৃষ্টি।
আজ আমি একা ঘরে।
ভিজে ডানা নিয়ে নীড়ে ফিরল পাখি-
এ মন যে ব্যথাতে ভরে,
কত কি মনে পড়ে।
রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি
সূর্য ঢেকে নিল দৃষ্টি।
লা লা লালা
লালা লা লা লালা লালা
লালা লা লা লালা লালা
লালা লা
Song: Rimjhim Bristi
Artist: Asha Bhosle
Music Director: Rahul Dev Burman
Original Song: When I need you (By Leo Sayer in the year 1977)
Note:
“Tum Se Milke”-Hindi version of this song was used in the film Parinda in 1989.
উল্লেখ্য:
১৯৮৯ সালে পরিন্দা ছবিতে “তুম সে মিলকে” গানটি জনপ্রিয় হয়। পরবর্তীকালে বাংলায় রচিত হয় “রিমঝিম বৃষ্টি”।
Video from YouTube for Rimjhim Bristi :