চোখে চোখে কথা বল, মুখে কিছু বলনা।
মন নিয়ে খেলা করো, এ কি ছলনা।
চোখে চোখে হা কথা বল, মুখে কিছু বলনা।
মন নিয়ে হা খেলা করো, এ কি ছলনা।
ঘুরে এসে যাও দূরে, যাওয়া তবু হয়না।
ফূলে কাঁটা সয়ে যদি, মনে কেন সয়না?
ও
ঘুরে এসে যাও দূরে, যাওয়া তবু হয়না।
ফূলে কাঁটা সয়ে যদি, মনে কেন সয়না?
মরিচিকা হয়ে জ্বলো, তারা হয়ে জ্বলোনা হায় রে।
চোখে চোখে হা কথা বল, মুখে কিছু বলনা হায় রে।
মন নিয়ে হা খেলা করো, এ কি ছলনা।
লাল্লা লালা লাল্লা লালা
হুম উ উ উ উ উ উ
হায় নানা, হায় নাগো
এ কি ছলনা।
ভুলে থাকা যেত যদি ভাল হায় গো।
তাও কিগো ভরে নদী মরু হয়ে যায় গো।
ভুলে থাকা যেত যদি ভাল হায় গো।
তাও কিগো ভরে নদী মরু হয়ে যায় গো।
সাগরের পথে তারে ডেকে নিয়ে চলনা হায় রে।
চোখে চোখে হা কথা বল, মুখে কিছু বলনা।
মন নিয়ে হা খেলা করো, এ কি ছলনা।
লালাল্লালা লালালা লালা
লালা লালা
লালালা লা লাল্লা লালা হু হু
Song: Chokhe Chokhe Kotha Bolo
Artist: Asha Bhosle
Lyricist: Gauriprasanna Mazumder
Composer: Rahul Dev Burman
Video from YouTube for Chokhe Chokhe Kotha Bolo :
https://youtu.be/vY-KYEBNldw