Featured Video Play Icon

Nijhum Sondhay | নিঝুম সন্ধ্যায়

Hemanta Kumar Mukhopadhyay Lata Mangeshkar Monihar (1965)

আ আ আ আ
আআআআআআআআ
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।
নিঝুম সন্ধ্যায় –

দূর পাহাড়ের উদাস মেঘের দেশে।
ওই গোধুলীর রঙিন সোহাগ মেশে।
বনের মর্মরে বাতাস চুপিচুপি
কি বাঁশী ফেলে রাখে হায়।
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
নিঝুম সন্ধ্যায় –

কোন অপরূপ অরূপ রূপের রাগে।
সুর হয়ে রয় আমার গানের আগে।
স্বপন কথাকলি ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায়।
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝিবা পথ ভুলে যায়।
কুলায় যেতে যেতে
কি যেন কাকলী
আমারে দিয়ে যেতে চায়।
নিঝুম সন্ধ্যায় –

Song: Nijhum Sondhay
Movie: Monihar (1965)
Director : Salil Sen
Artist: Lata Mangeshkar
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Pulak Banerjee
Star Casting : Soumitra Chatterjee, Biswajeet, Sandhya Roy, Kamal Mitra, Chhaya Debi, Bikash Roy, Rabi Ghosh, Pahari Sanyal

Video from YouTube for Nijhum Sondhay:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *