মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই
দীন দুখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই
দীন দুখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই
ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই
ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই
আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই
এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই
দীন দুখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই
ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই
ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই
তবু তাই বেচে কাঁচ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই
তাই বেচে কাঁচ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই
দীন দুখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই
আয় রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই
আয় রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই
পরের জিনিষ কিনব না যদি মায়ের ঘরের জিনিষ পাই
পরের জিনিষ কিনব না যদি মায়ের ঘরের জিনিষ পাই
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই
দীন দুখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই
দীন দুখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই
Song: Mayer Deoa Mota Kapar
Composer: Akshay Kumar Maitreya and Jaladhar Sen
Lyrics: Rajanikanta Sen
Raag: Multan
Gor: Khemta
Poem name: sonkolpo(সংকল্প)
Making of Song Mayer Deoa Mota Kapar :
“তখন স্বদেশীর বড় ধূম। একদিন মধ্যাহ্নে একটার সময় আমি বসুমতী আফিসে বসিয়া আছি, এমন সময় রজনী (রজনীকান্ত সেন) ও রাজশাহীর খ্যাতনামা আমার পরম শ্রধ্যেয় স্বর্গীয় হরকুমার মহাশয়ের পুত্র অক্ষয়কুমার (Akshay Kumar Maitreya) আফিসে আসিয়া উপস্থিত। রজনী সেই দিনই দার্জিলিং মেলে বেলা এগারোটার সময় কলকাতায় পৌঁছিয়া অক্ষয়কুমারের মেসে উঠিয়াছিল। মেসের ছেলেরা তখন তাহাকে চাপিয়া ধরিয়াছে একটা গান বাঁধিয়া দিতে হইবে। গানের নামে রজনী পাগল হইয়া যাইত। তখনই গান লিখিতে বসিয়াছে। গানের মুখ ও একটি অন্তরা লিখিয়াই সে উঠিয়া দাঁড়াইয়াছে। সকলেই গানের জন্য উৎসুক; সে বলিল , ‘এই তো গান হইয়াছে, এ বার জলদা’র কাছে যাই। একদিকে গান কম্পোজ হউক, আর একদিকে লেখা হউক।’ আমি দেখে বললাম, আর কই? রজনী বলিল, ‘এইটুকু কম্পোজ কর, বাকিটুকু হইয়া যাইবে।’ সত্যি কম্পোজ আরম্ভ হইল আর অন্য দিকে গান লেখাও শেষ। আমি আর অক্ষয় সুর দিলাম। গান ছাপা হইল। এই গান ঘিরে ছেলেদের মধ্যে সেকি উন্মাদনা! স্বদেশ প্রেমে উদবুদ্ধ গানটি সর্বজনমনে স্পর্শ করিয়া গেল।”এটি জলধরের নিজের কলমেই লেখা।
– From Anandabazar Patrika 21 March 2012
Video from YouTube for Mayer Deoa Mota Kapar: