শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপ–কাঠিতে।
শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপ–কাঠিতে।
যত জ্বালি সুবাস তত
যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে।
মা
শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপ–কাঠিতে।
ভক্তি আমার ধূমের মত
ভক্তি আমার ধূমের মত উর্দ্ধে ওঠে অবিরত,
মা
ভক্তি আমার ধূমের মত উর্দ্ধে ওঠে অবিরত,
শিব–লোকের দেব–দেউলে মা
শিব–লোকের দেব–দেউলে মা’র শ্রীচরণ পরশিতে।
পরশিতে মা মা মা
শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপ–কাঠিতে।
অন্তর–লোক শুদ্ধ হল পবিত্র সেই ধূপ–সুবাসে,
অন্তর–লোক শুদ্ধ হল পবিত্র সেই ধূপ–সুবাসে,
ওরে মা’র হাসিমুখ চিত্তে ভাসে
মা’র হাসিমুখ চিত্তে ভাসে চন্দ্রসম নীল আকাশে।
সব কিছু মোর পুড়ে কবে
চিরতরে ভস্ম হবে
সব কিছু মোর পুড়ে কবে মা মা মা (মতান্তরে: যা কিছু মোর পুড়ে কবে)
সব কিছু মোর পুড়ে কবে
চিরতরে ভস্ম হবে
মা’র ললাটে আঁকব তিলক
মা’র ললাটে আঁকব তিলক সেই ভস্ম–বিভূতিতে।
বিভূতিতে মা
শ্যামা নামের লাগল আগুন আমার দেহ ধূপ–কাঠিতে।
Song: Shyama Namer Laglo Agun
Type: Nazrulgiti (Shayamasangeet)
Artist: Ajay Chakrobarty
Lyricist: Kazi Nazrul Islam
Composer: Chitto Roy (চিত্ত রায়)
Raga: Bhupali (ভূপালী)
Taal: Dadra (দাদরা)
Video from YouTube for Shyama Namer Laglo Agun :
https://youtu.be/1J7ezyRPln4
https://youtu.be/6xlAji4Qqy0
This immortal Shyama Sangeet by the great poet Kazi Nazrul Islam has been further immortalised by Pundit Ajoy Chakraborty; others have followed.