অস্ত আকাশের গোধূলি রঙ নিয়ে,
ক্লান্ত তটিনী রঙিন হয়ে বয়ে যায়, বয়ে যায়।
অস্ত আকাশের গোধূলি রঙ নিয়ে,
ক্লান্ত তটিনী রঙিন হয়ে বয়ে যায়, বয়ে যায়।
কোন অপরূপ শিল্পী পদ্মপাতার নায়ে চড়ে
ময়ূরপঙ্খী রঙ নদীতে ছড়ায় বয়ে যায় বয়ে যায় বয়ে যায়।
অস্ত আকাশের গোধূলি রঙ নিয়ে-
দুটি পারে কত মানুষ কত যে ইতিহাস
কত যুগের কত আশার নিরাশার নিঃশ্বাস
লক্ষ্য যদি দিগন্ত শিল্পী হে তোমার
পদ্মপাতার পানসি থামাও এবার
দেখবে জীবনের দিগন্ত অপার
বেলা যে যায় বেলা যে যায় বেলা যে যায়।
অস্ত আকাশের গোধূলি রঙ নিয়ে-
Song: Asta akasher godhuli rong niye
Artist: Lata Mangeshkar
Video from YouTube for Asta akasher :