Featured Video Play Icon

Aaj Tabe Ei Tuku Thak | আজ তবে এইটুকু থাক

Lata Mangeshkar

আজ তবে এইটুকু থাক,
বাকি কথা পরে হবে।
ধূসর ধূলির পথ,
ভেঙে পড়ে আছে রথ,
বহুদূর দূর যেতে হবে।
আজ তবে এইটুকু থাক
বাকি কথা পরে হবে।

সবুজ সবুজে মেশা নীল নীলিমায়
পাবে না আমায়।
গোধুলীর ছায়াপথে
খুঁজো না আমায়।
সবুজ সবুজে মেশা নীল নীলিমায়
পাবে না আমায়।
গোধুলীর ছায়াপথে
খুঁজো না আমায়।
শরতের কোন এক নাম না জানা গাঁয়
শিউলীর ফুল যেথা
ঝরে ঝরে যায়।
কিশোরী মনের মত
দু’টি চোখে অবনত
না গাওয়া যে গান হয়ে রবে।
আজ তবে এইটুকু থাক,
বাকি কথা পরে হবে।

তখন অন্য মন
অন্য আশা, অন্য ভাষা।
জানি না কি রূপ নেবে ভালবাসা।
তখন অন্য মন অন্য আশা,
অন্য ভাষা।
জানি না কি রূপ নেবে ভালবাসা।
তুমি যদি মনে মনে মগ্ন হয়ে
ফুলের শিশু হয়ে রও ঘুমিয়ে।
আমি সূর্যের হয়ে তোমাকেই যাব ছুঁয়ে
সে কথা কি ভুল হয়ে যাবে।
আজ তবে এইটুকু থাক,
বাকি কথা পরে হবে।
আজ তবে এইটুকু থাক,
বাকি কথা পরে হবে।
ধূসর ধূলির পথ,
ভেঙে পড়ে আছে রথ,
বহুদূর দূর যেতে হবে।
আজ তবে এইটুকু থাক
বাকি কথা পরে হবে।

Song: Aaj Tabe Ei Tuku Thak
Artist: Lata Mangeshkar

Video from YouTube for Aaj Tabe Ei Tuku Thak:
https://www.youtube.com/watch?v=E9O0irwvouQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *