বঁধুয়া! বল বল বঁধুয়া
আ আআআআআআ
কেন গেল পরবাসে বল বঁধুয়া
কেন গেল পরবাসে বল বঁধুয়া
গরজে বরষে মানে না যে তরসে হিয়া?
কেন গেল পরবাসে বল বঁধুয়া!
মিছে এই ফুলসাজ, ভুল সবই ভুল;
মিছে এই ফুলসাজ, ভুল সবই ভুল;
দেব না তো কবরীতে মালতী বকুল।
দেব না তো কবরীতে মালতী বকুল।
কী হবে কলস ভরে গিয়ে যমুনায়?
বলে দে, বলে দে সখী ওকে যেন আসে না।
কেন গেল পরবাসে বল বঁধুয়া!
কার অভিসার বলো কার পথ চায়
কার অভিসার বলো কার পথ চায়
কূল ভেঙ্গে বারে বারে কার পানে যায়,
কূল ভেঙ্গে বারে বারে কার পানে যায়,
জানে বাঁশি বাজবেই, মন বোঝে না
বলে দে, বলে দে সখী ওকে যেন আসে না।
কেন গেল পরবাসে বল বঁধুয়া!
গরজে বরষে মানে না যে তরসে হিয়া?
আ আআআআআআ
আ আআআআআআ
আ আআআআআআ
কেন গেল পরবাসে বল বঁধুয়া!
Song: Keno Gelo Porobashe
Movie: Monihar (1965)
Director : Salil Sen
Artist: Lata Mangeshkar
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Mukul Dutt
Star Casting : Soumitra Chatterjee, Biswajeet, Sandhya Roy, Kamal Mitra, Chhaya Debi, Bikash Roy, Rabi Ghosh, Pahari Sanyal
Video from YouTube for Keno Gelo Porobashe :