আমার বলার কিছু ছিল না,
না-গো আমার বলার কিছু ছিল না।
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে,
তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম-
আমার বলার কিছু ছিল না,
না-গো আমার বলার কিছু ছিল না।
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
আনন্দ হাসি গান সব তুমি নিলে।
সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে
আনন্দ হাসি গান সব তুমি নিলে।
যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে
স্মৃতিটাই গেলে তুমি ফেলে।
তুমি চলে গেলে-
আমার বলার কিছু ছিল না,
না-গো আমার বলার কিছু ছিল না।
দু’হাতে তোমার ওগো
এতকিছু ধরে গেল,
ধরলো না শুধু এই স্মৃতিটা
রয়ে গেল শেষ দিন
রয়ে গেল সেদিনের
প্রথম দেখার সেই ইতিটা।
কোথা থেকে কখন যে কি হয়ে গেল,
সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল।
সে ঝড় থামার পরে পৃথিবী আঁধার হলো,
তবু দেখি দীপ গেছ জ্বেলে।
তুমি চলে গেলে-
আমার বলার কিছু ছিল না,
চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে।
তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম
আমার বলার কিছু ছিল না।
না-গো আমার বলার কিছু ছিল না।
Song: Amar bolar kichu chilo na
Artist: Haimanti Sukla
Composer: Manna Dey
Lyricist: Pulak Bandyopadhyay
Video from YouTube for Amar bolar kichu chilo na:
https://youtu.be/ivCF9iCvl0g