Featured Video Play Icon

Sat Bhai Champa Jago re | সাত ভাই চম্পা জাগো রে

Lata Mangeshkar

সাত ভাই চম্পা জাগো রে জাগো রে
ঘুম ঘুম থাকে না ঘুমের এই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
সাত ভাই চম্পা জাগো রে জাগো রে
ঘুম ঘুম থাকে না ঘুমের এই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
সাত ভাই চম্পা জাগো রে

ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার
ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পক্ষীরাজ ঘোড়া তোমার তলোয়ার
আজও রাজার দেশে ঘোরে ছদ্মবেশে
ডাইনি সর্বনাশি রাক্ষসী মা আমার

সাত ভাই চম্পা জাগো রে জাগো রে
ঘুম ঘুম থাকে না ঘুমের এই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
সাত ভাই চম্পা জাগো রে

আর রাজবাড়ির সাতরাণী মায়ের ঘরে
ফিরে যাবো না, যাবো না, যাবো না রে
আর রাজবাড়ির সাতরাণী মায়ের ঘরে
ফিরে যাবো না, যাবো না, যাবো না রে
ঘরে ক্ষুদার জ্বালা পথে যৌবন​ জ্বালা
রাজার কুমার আর আসে না ঘোড়ায় চ​ড়ে

সাত ভাই চম্পা জাগো রে জাগো রে
ঘুম ঘুম থাকে না ঘুমের এই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগো রে

Song: Sat Bhai Champa Jago Re
Artist: Lata Mangeshkar
Lyric & Music: Salil chowdhury

Video from YouTube for Sat Bhai Champa Jago Re :
https://www.youtube.com/watch?v=6eI8hXqZm_0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *