Featured Video Play Icon

Nodi Vora Dheou Bojho Nato Keou | নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

Lalon Geeti

নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ
কেন মায়ার তরী বাও বাও গো
ভরসা করি এ ভব কাণ্ডারী
অবেলার বেলা পানে চাও চাও রে ।।
বাইতে জাননা কেন ধর হাল
মন মাঝিটা তোর হল রে মাতাল
বুঝিয়া বলো তারে
যেতে হবে পারে
হালটি ছাড়িয়া এখন দাও দাও রে ।।
বাইতে ছিল তরী পাগলা ভবা
ভাঙা তরী জলে জলে ডুবা ডুবা ।
চুবানি খেয়ে ধরেছে পায়ে
ওরে কাণ্ডারি এখন বাঁচাও বাঁচাও রে ।।

Song: Nodi Vora Dheou Bojho Nato Keou
Artist: Pabal Das Baul

Video from YouTube for Nodi Vora Dheou Bojho Nato Keou :

1 thought on “Nodi Vora Dheou Bojho Nato Keou | নদী ভরা ঢেউ বোঝ নাতো কেউ

  1. ঝড়ের মাঝে কোষা নৌকায় নদী পার হতে গেলে ভয় ও আনন্দের এক ককটেল অনুভুতি হয়। আর এই গানটা শুনলে বার বার সেই অনুভুতিটাই ফিরে আসে, তা গানের অর্থ যাই হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *