মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল
আঁধার করেছে আবার আমার এই ঘর
মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল
আঁধার করেছে আবার আমার এই ঘর
পৃথিবী আমার পড়েছে আবার দুচোখে কাজল
বাদলের কাজলে
মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল
আঁধার করেছে আবার আমার এই ঘর
আকাশের গায়ে কিসের ছায়া ছড়ায় হাওয়া
ছোট্ট এ ঘর তার দুচোখে রোদ্দুর নিভে যাওয়া
কোথা থেকে কিযে সে বাতাস নিজেই এলো
আমাকে জড়ালো
মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল
আঁধার করেছে আবার আমার এই ঘর
এমনি আঁধার কখন ছিল এ পাঁজরে
আবছা আলো এসেছিল অতীতের আদরে
স্মৃতির সেই ধুলো এ বাতাস ওড়ালো আবার
আমাকে জড়ালো
মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল
আঁধার করেছে আবার আমার এই ঘর
পৃথিবী আমার পড়েছে আবার দুচোখে কাজল
বাদলের কাজলে
মেঘেদের মিনারে দিগন্তের কিনারে বাদল
আঁধার করেছে আবার আমার এই ঘর
আঁধার করেছে আবার আমার এই ঘর
Song: Megheder Minare
Artist: Subhamita Banerjee
Album: Bristi Paye Paye
Video from YouTube for Megheder Minare :
https://www.youtube.com/watch?v=ImWzOsxurOQ