সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা।
আজ নিশিথে কাছে থাকো না বলো না।
সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা।
অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে,
অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে,
অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে।
না না
চন্দ্রহারে কাজলধোঁয়া জল ফেলোনা।
সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা।
আজ নিশিথে কাছে থাকো না বলো না।
সুন্দরীগো দোহাই দোহাই মান করোনা।
একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে।
একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে।
আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে।
একটু ফাগুন আগুন দিয়ে না জ্বেলোনা।
সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা।
আজ নিশিথে কাছে থাকো না বলো না।
সুন্দরী গো দোহাই দোহাই মান করোনা।
Song: Sundori Go Dohai Dohai
Artist: Manna Dey
Lyricist: Pulak Bandopadhyay
Compsoer: Manna Dey
Video from YouTube for Sundori Go Dohai Dohai :
https://youtu.be/EoFxLRWeFzQ