আ আ
যখন কেউ আমাকে পাগল বলে,
যখন কেউ আমাকে পাগল বলে,
তার প্রতিবাদ করি আমি।
যখন তুমি আমায় পাগল বল,
তুমি আমায় পাগল বল,
ধন্য হয় যে সে পাগলামি।
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য যে।
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য যে।
যখন নেশায় আমার রাস্তা টলে,
যখন নেশায় আমার রাস্তা টলে,
কেউ আমাকে মাতাল বলে।
অমনি সোজা চলে যাই দেখিয়ে,
সোজা চলে যাই দেখিয়ে,
সোজা চলে যাই দেখিয়ে,
ভাবছ যা তা নই তো আমি।
যখন তুমি আমায় মাতাল বল,
ধন্য যে হয় সে মাতলামি।
ধন্য আমি ধন্য হে
মাতাল তোমার জন্য যে।
ধন্য আমি ধন্য হে
মাতাল তোমার জন্য যে।
যখন চোখ ভেসে যায় চোখের জলে,
যখন চোখ ভেসে যায় চোখের জলে,
কেউ আমাকে দুঃখী বলে-
ওমনি হেসে উঠে দিই বুঝিয়ে,
হেসে উঠে দিই বুঝিয়ে,
সেই অভিনয় কত দামী।
যখন তুমি আমায় দুঃখী বল,
ভাল করে কাঁদি আমি।
ধন্য আমি ধন্য হে
দুঃখী তোমার জন্য যে।
ধন্য আমি ধন্য হে
দুঃখী তোমার জন্য যে।
যখন বুকে আমার আগুন জ্বলে,
যখন বুকে আমার আগুন জ্বলে,
তা বুঝে কেউ আহা বলে।
আমি বলি তাকে মিথ্যে কেন,
বলি, আমি বলি বলি তাকে,
বলি বলি তাকে, মিথ্যে কেন,
বলি তাকে মিথ্যে কেন,
হচ্ছ আমার অন্তর্যামী।
যখন একটু তুমি আহা বল
ভালো করে পুড়ি আমি।
ধন্য আমি ধন্য হে
পুড়ি তোমার জন্য যে।
ধন্য আমি ধন্য হে
পুড়ি তোমার জন্য যে।
যখন সব কিছু যায় রসাতলে,
যখন সব কিছু যায় রসাতলে,
কেউ আমাকে ফকির বলে,
আমি চেঁচিয়ে বলি কেউ জানে না,
আমার কোথায় আছে কি বেনামী।
শুধু তুমি যখন ফকির বল,
রসের অতলে যে তলাই আমি।
ধন্য আমি ধন্য হে
ফকির তোমার জন্য যে।
ধন্য আমি ধন্য হে
ফকির তোমার জন্য যে।
ধন্য আমি ধন্য হে
পাগল তোমার জন্য যে।
পাগল তোমার জন্য যে।
পাগল তোমার জন্য যে।
Song: Jokhon Keu Amake Pagol Bole
Artist: Manna Dey
Lyricist: Pulak Bandyopadhyay
Music Director: Manna Dey
Video from Youtube for Jokhon Keu Amake Pagol Bole :