ললিতা গো-
ওকে আজ চলে যেতে বলনা।
ওকে আজ চলে যেতে বলনা।
ও ঘাটে জল আনিতে যাব না যাব না।
ও ঘাটে জল আনিতে যাব না যাব না।
ও সখি অন্য ঘাটে চলনা।
ললিতা ওকে আজ চলে যেতে বলনা।
দিবালোকে সে আমার নাম ধরে ডাকে,
আমাকে সবাই দোষে সে সাধু থাকে।
দিবালোকে সে আমার নাম ধরে ডাকে,
আমাকে সবাই দোষে সে সাধু থাকে।
অসময় সময় কিছু কেন সে বোঝে না,
আমি কি তার হাতের খেলনা।
ও ললিতা ওকে আজ চলে যেতে বলনা।
ললিতা ওকে আজ চলে যেতে বলনা।
নিশি রাতে বাঁশী তার সিঁদকাঠি হয়ে,
চুপিচুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে।
নিশি রাতে বাঁশী তার সিঁদকাঠি হয়ে,
চুপিচুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে।
যখনি ডাকবে সে তখনি যেতে হবে,
আমি কি এমনতর খেলনা।
ও ললিতা ওকে আজ চলে যেতে বলনা।
ও ঘাটে জল আনিতে যাব না যাব না।
ও ঘাটে জল আনিতে যাব না যাব না।
ও সখি অন্য ঘাটে চলনা।
ললিতা ওকে আজ চলে যেতে বলনা।
Song: Okey Aj Chole Jete Bolna
Artist: Manna Dey
Music Director: Manna Dey
Lyricist: Pulak Bandyopadhyay
Album: Chayanika (1969)
Video from YouTube for Okey Aj Chole Jete Bolna :