Featured Video Play Icon

Joroar Jhumko Theke | জড়োয়ার ঝুমকো থেকে

Manna Dey

জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে ।
আমি কুড়িয়ে নিয়েছি আমি
কুড়িয়ে নিয়েছি
যদি এই মুক্তোর আংটি পড়ি
এই মুক্তোর আংটি পড়ি
করবে তুমি কি?
জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে।

সকলেই দেখবে আমার অনামিকার
অপরূপ একটি মতির হাজার বাহার
সকলেই দেখবে আমার অনামিকার
অপরূপ একটি মতির হাজার বাহার
যদি কেউ
যদি কেউ প্রশ্ন করে কোথায় পেলে
তখন বলবো আমি কি ?
তখন বলবো আমি কি ?
জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে।

জহুরী নাই বা হলো
অনেকেই চেনে জহর
তারা তো করবে আমার
আসলেই মতির কদর
কতোদিন বোবা সেজে মুখটি বুজে
থাকতে পারবো আমি জানি না যে
কতোদিন বোবা সেজে মুখটি বুজে
কতোদিন বোবা সেজে মুখটি বুজে
থাকতে পারবো আমি জানি না যে
একদিন একদিন একদিন ফাঁস তো হবেই সবার কাছে
আমার আসল কথাটি আমার আসল কথাটি

জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে
খসে পড়েছে ।

Song: Joroar Jhumko Theke (1960)
Singer: Manna Dey
Album: Chayanika Vol.2

Video from YouTube for Joroar Jhumko Theke :
https://www.youtube.com/watch?v=HSwlDnTgRBY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *