এক ঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর
বাধা ভেঙ্গে জানলার শার্শী সমুদ্দুর
একঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর
এল আঁধারের শত্তুর।
এক ঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর
বাধা ভেঙ্গে জানলার শার্শী সমুদ্দুর
একঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর
এল আঁধারের শত্তুর।
বন্ধ ঘরের এই কোণ ছাড়িয়ে
রাস্তায় দিল যারা পা বাড়িয়ে।
বন্ধ ঘরের এই কোণ ছাড়িয়ে
রাস্তায় দিল যারা পা বাড়িয়ে।
সেই অন্ধকারের মন সঙ্গে নিয়ে যে
সূর্যের সাথে ওরা এলো কদ্দুর।
এক ঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর
বাধা ভেঙ্গে জানলার শার্শী সমুদ্দুর
একঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর
এল আঁধারের শত্তুর।
পায়ে পায়ে সন্ধ্যার ক্লান্তি নিয়ে
যারা যায় ফিরে ঘরে শহরে নগরে
পায় কি মনে সূর্যের গতিবেগ
অস্তরাগের ছোঁয়া অন্তরে।
পায়ে পায়ে সন্ধ্যার ক্লান্তি নিয়ে
যারা যায় ফিরে ঘরে শহরে নগরে
পায় কি মনে সূর্যের গতিবেগ
অস্তরাগের ছোঁয়া অন্তরে।
রাত্রি যেন এক রাজকন্যে
বন্দিনী হয়ে এই অরণ্যে।
রাত্রি যেন এক রাজকন্যে
বন্দিনী হয়ে এই অরণ্যে।
তার কান্না ভেজা মন প্রশ্ন চোখেতে
আসবে কবে সেই রাজপুত্তুর।
এক ঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর
বাধা ভেঙ্গে জানলার শার্শী সমুদ্দুর
একঝাঁক পাখিদের মত কিছু রোদ্দুর
এল আঁধারের শত্তুর।
Song: Ek jhank pakhider moto
Artist: Manna Dey
Lyricist and Composer: Sudhin Dasgupta
Video from YouTube for Ek Jhank Pakhider Moto:
https://www.youtube.com/watch?v=90bo2opOJXo