এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখি দুটি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে,
যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়।
দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়।
দেখি আমি চোখ মেলে – মনেরও মাধুরী ঢেলে
দেখি আমি চোখ মেলে – মনেরও মাধুরী ঢেলে
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
Song: Ei Kule Ami Aar Oi Kule Tumi
Artist: Manna Dey
Music Director: Manna Dey
Lyricist: Bankim Ghosh
Video from YouTube for Ei Kule Ami Aar Oi Kule Tumi :