আমি সাগরের বেলা, তুমি দুরন্ত ঢেউ
বারে বারে শুধু আঘাত করিয়া যাও।
ধরা দেবে বলে আশা করে রই
তবু ধরা নাহি দাও।
বারে বারে শুধু আঘাত করিয়া যাও।
জানি না তোমার একি অকরুণ খেলা,
তব প্রেমে কেন মিশে রয় অবহেলা।
জানি না তোমার একি অকরুণ খেলা,
তব প্রেমে কেন মিশে রয় অবহেলা।
পাওয়ার বাহিরে চলে গিয়ে কেন আমারে কাঁদাতে চাও!
বারে বারে শুধু আঘাত করিয়া যাও।
বুঝি আমার মালায় মায়ার বাঁধন নাই,
আপনজনেরে আপন করিয়া বাঁধিতে পারিনা তাই।
আসে আর যায় কত চৈতালি বেলা,
এ জীবনে শুধু মালা গেঁথে ছিঁড়ে ফেলা।
আসে আর যায় কত চৈতালি বেলা,
এ জীবনে শুধু মালা গেঁথে ছিঁড়ে ফেলা।
কোন সে বিরহী কাঁদে মোর বুকে তুমি কি শুনিতে পাও।
বারে বারে শুধু আঘাত করিয়া যাও।
ওগো, বারে বারে শুধু আঘাত করিয়া যাও।
Song: Ami Sagarer Bela
Artist: Manna Dey
Album: Tumi Aar Deko Na
Composer: Manna Dey
Lyricist: Pronab Roy
Video from YouTube for Ami Sagarer Bela:
https://www.youtube.com/watch?v=R00jjA8L3LQ