না যেও না,
না যেও না,
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।
না যেও না।
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।
না যেও না।
আমি যে তোমারি শুধু জীবনে মরণে।
আমি যে তোমারি শুধু জীবনে মরণে।
ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে।
না যেও না,
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।
না যেও না।
যে কথা বলিতে বাজে,
যে ব্যথা মরমে কাঁদে
সে কথা বলিতে ওগো দাও।
যে কথা বলিতে বাজে,
যে ব্যথা মরমে কাঁদে
সে কথা বলিতে ওগো দাও।
জীবন রজনী জানি এমনি পোহাবে।
জীবন রজনী জানি এমনি পোহাবে।
চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে।
না যেও না,
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।
না যেও না।
রজনী এখনও বাকী
আরও কিছু দিতে বাকী
বলে রাত জাগা পাখি।
না যেও না।
Song: Na Jeo Na
Artist: Lata Mangeshkar
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
Video from YouTube for Na Jeo Na: