ও বাঁশি হায়
বাঁশি কেন গায় আমারে কাঁদায়
কে গেছে হারায় স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
আ আ
বাঁশি কেন গায় আমারে কাঁদায়
কে গেছে হারায় স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
ও বাঁশি
কখনো আনন্দ ছিলো জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত ফাগুনের গন্ধে
কখনো আনন্দ ছিলো জীবনের ছন্দে
হৃদয় মাতাল হত ফাগুনের গন্ধে
সে যেন কোথায় আমি বা কোথায়
যদি না জানায়
আ আ
বাঁশি কেন গায় আমারে কাঁদায়
কে গেছে হারায় স্মরণের বেদনায়
কেন মনে এনে দেয়
বাঁশি কেন গায়
ও বাঁশি
তমাল কদ্মব আমার গোপিনী সখিনী
যমুনা উজান যেতে আর তো দেখিনি
তমাল কদ্মব আমার গোপিনী সখিনী
যমুনা উজান যেতে আর তো দেখিনি
সবি যদি যায় ধুলিতে মিলায়
তবু কেন হায়
আ আ
বাঁশি কেন গায় আমারে কাঁদায়
কে গেছে হারায় স্মরণের বেদনায়
কেন মনে এনে যায়
বাঁশি কেন গায়
ও বাঁশি
Song: Banshi keno gay
Movie: Porokh(1960)
Artist: Lata Mangeshkar
Directed: Bimal Roy
Composer: salil Chowdhury
Video from YouTube for Banshi Keno Gay :
https://www.youtube.com/watch?v=8f-RA47bg-M