আমি বলি,
আমি বলি তোমায় দূরে থাকো
তুমি কথা রাখো না।
আমি বলি তোমায় দূরে থাকো
তুমি কথা রাখো না।
শুধু মনে মনে কাছে ডাকো
তুমি কেন ডাকো না?
আমি বলি-
কত যে তোমারে বোঝাবো
তুমি বল না।
আ তুমি আমার আর আমি তোমার নয় ছলনা।
আআআ আআআ
কত যে তোমারে বোঝাবো
তুমি বল না।
আ তুমি আমার আর আমি তোমার নয় ছলনা।
আহা নয় সুরে সুরে আমার ছবি আঁকো না,
আঁকো না-
আমি বলি তোমায় দূরে থাকো
তুমি কথা রাখো না।
শুধু মনে মনে কাছে ডাকো
তুমি কেন ডাকো না?
আমি বলি-
এ তীরে সহসা তরণী তুমি বেও না
আ কূলে আমার যদি লাগে জোয়ার
ফিরে চেও না।
আআআ আআআ
এ তীরে সহসা তরণী তুমি বেও না
আ কূলে আমার যদি লাগে জোয়ার
ফিরে চেও না।
যদি চাও ভোলাতে গো আমায় ভুলে থাকো না,
থাকো না।
আমি বলি তোমায় দূরে থাকো
তুমি কথা রাখো না।
শুধু মনে মনে কাছে ডাকো
তুমি কেন ডাকো না?
আমি বলি-
Song: Ami boli tomay
Artist: Lata Mangeshkar
Lyricist: Pulak Bandyopadhyay
Composer: Rahul Dev Burman
Video from YouTube for Ami boli tomay :
https://www.youtube.com/watch?v=dEZCI5eIvHM