দিনে দিনে হলো আমার দিন আখেরি ।
আমি কোথায় ছিলাম কোথায় এলাম
সদাই ভেবে মরি ।।
বসত করি দিবা রাতে
ষোলজন বোম্বেটের সাথে ।
দেয় না যেতে সরল পথে
কাজে কাজে করে দাগাদারি ।।
বাল্যকাল খেলায় গেলো
যৌবকাল কলঙ্ক হলো
বৃদ্ধকাল সামনে এলো
মহাকাল করলে অধিকারী ।।
যে আশায় ভবে আশা
তাতে হোল ভগ্ন দশা ।
লালন বলে হায় কী দশা
উজাইতে ভেটে নে প’ল তরী ।।
Song: Dine Dine Holo Amar Dine Aakheri
Type: Lalongiti
Video from YouTube for Dine Dine Holo Amar Dine Aakheri :