Featured Video Play Icon

Mahut Bandhu | মাহুত বন্ধু

Bhupen Hazarika Folk Song

ওরে গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
ওরে গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
হস্তির নড়ান হস্তির চড়ান
হস্তির গলায় দড়ি
ওকি ওরে সত্য করিয়া কনরে মাহুত কোনবা
দেশে বাড়িরে?
ওরে গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?

হস্তির নড়ান হস্তির চড়ান
হস্তির নড়ান হস্তির চড়ান
হস্তির পায়ে বেড়ি
ওরে সত্য করিয়া কইলাম কথা
গৌরীপুরে বাড়ি রে
ওরে গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
ও তোমরা গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
ও তোমরা গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?

খাটো খুটো মাহুত রে তোর
গালে চাপা দাঁড়ি
ওরে সত্য করিয়া কনরে মাহুত ঘরে
আর কে কয়জন নারীরে?

ওরে গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?

হস্তির নড়ান হস্তির চড়ান
চম্পক নদীর পারে
ওরে গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেইলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?

অন্যমতে​:
============

তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
হস্তি নড়ান, হস্তিরে চড়ান,
টাকুয়া বাঁশের আড়া,
ওরে কি সাপে দংশিলেক বন্ধুয়াক বন্ধুয়া,
আহইন মোর পোড়া রে,
আর গেলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে?

ওঝায় ঝাড়ে, গুনিকে/বাইদ্যে ঝাড়ে,
ঢেঁকিয়ার আদাল দিয়া,
ওরে মুই নারীটা ঝাড়ুম বন্ধুয়ার কেশ্যে,
আদাল দিয়া রে,
আর গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?

হস্তি নড়ান, হস্তিরে চড়ান,
হস্তির গলায় দড়ি
ওরে, সত্যি করিয়া কনরে মাহুত,
কোন বা দেশে বাড়ি?
আর গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?

হস্তি নড়ান, হস্তিরে চড়ান,
হস্তির গলায় দড়ি
ওরে, সত্য কইরা কনরে মাহুত,
ঘরে কয়জন নারী রে?
আর গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?

হস্তি নড়ান, হস্তিরে চড়ান,
হস্তির পায়ে বেড়ি
আমি সত্য করিয়া কইলাম
কন্যা বিয়া নাহি করি রে।
আর গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?
তোমরা গেলে কি আসিবেন
মোর মাহুত বন্ধুরে?

Song: Mahut Bandhu
Type: Folk Song (ভাওয়াইয়া)
Artist: Pratima Barua Pandey and Bbhupen Hazarika

উল্লেখ্য: ভাওয়াইয়া গানের আকরভূমি রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী-নালা কম থাকায় গরুর গাড়িতে চলাচলের প্রচলন ছিল। আর গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চলাবস্থায় বিরহ ভাবাবেগে কাতর হয়ে আপন মনে গান ধরে। উঁচু-নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো-ভাঙ্গা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙ্গা বা ভাঁজ পড়া গীতরীতিই ‘ভাওয়াইয়া’ গানে লক্ষণীয়। প্রেম-বিয়োগে উদ্বেলিত গলার স্বর জড়িয়ে যেরকম হয়, সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে ক্রমশঃ নীচের দিকে নেমে আসে। সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের স্বকীয় বৈশিষ্ট্য।(Wikipedia থেকে)

অবিচ্ছিন্নতা এবং পরিবর্তনশীলতা লোকোগীতির অন্যতম বৈশিষ্ট্য​। লোকমুখে ফিরে ফিরে এবং অঞ্চল বিশেষে একই গানের আলাদা ভাষা এবং অনেক ক্ষেত্রে আলাদা সুরও লক্ষ্য করা যায়। এই গানটিও তার ব্যতিক্রম নয়। এখানে গানটির দু’টি সংস্করণ দেওয়া হল​।

Video from YouTube for Mahut Bandhu :
https://youtu.be/XqRTwapzlZ4
https://youtu.be/C00J2yypcDs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *