Featured Video Play Icon

Muktir Mandir Sopano Tole | মুক্তির মন্দির সোপান তলে

deshattobodhok gaan

মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হল বলিদান
লেখা আছে অশ্রুজলে।
মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হল বলিদান
লেখা আছে অশ্রুজলে।

কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙা
কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা
বন্দীশালার ওই শিকল ভাঙা।
তারা কি ফিরিবে আর
তারা কি ফিরিবে আর সুপ্রভাতে
কত তরুন অরুণ গেছে অস্তাচলে।
মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হল বলিদান
লেখা আছে অশ্রুজলে।

যারা স্বর্গগত তারা এখন জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষা লভি
যারা স্বর্গগত তারা এখন জানে
স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি
এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষা লভি
সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি
যারা জীর্ণজাতির বুকে জাগাল আশা
মৌন মলিন মুখে জাগাল ভাষা
সেই রক্তকমলে গাঁথা
সেই রক্তকমলে গাঁথা মাল্যখানি
বিজয়লক্ষী দেবে তাঁদেরই গলে।
মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হল বলিদান
লেখা আছে অশ্রুজলে।
মুক্তির মন্দির সোপান তলে
কত প্রাণ হল বলিদান
লেখা আছে অশ্রুজলে।

Song: Muktir Mandir Sopano Tole
Lyricist : Mohini Chowdhury

Video from YouTube for Muktir Mandir Sopano Tole :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *