বোঝাবো কি করে তোকে কতো আমি চাই
তোর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেঁচে আছি তাই
আমি তোকেই মাথায় করে বেঁচে আছি তাই
আজ চুরি চুরি মন উরি উরি মন ঘুরি ঘুরি মন
আজ চুরি চুরি মন উরি উরি মন ঘুরি ঘুরি মন
ও তিলে তিলে হল কি যে
গেল ভিজে মন
আগে তো এ শ্রাবণের ছিলো না কারণ
তোর সাথে দেখা হলে কোনো নিরালায়
নিজেকে উজার করে রেখে দেওয়া যায়
আজ চুরি চুরি মন উরি উরি মন ঘুরি ঘুরি মন
আজ চুরি চুরি মন উরি উরি মন ঘুরি ঘুরি মন
জেগে আছে দিন আজ সেজে আছে ঘর
শোনাতে আমায় তোর আসার খবর
উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল
মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল
আজ চুরি চুরি মন উরি উরি মন ঘুরি ঘুরি মন
আজ চুরি চুরি মন উরি উরি মন ঘুরি ঘুরি মন
বোঝাবো কি করে তোকে কতো আমি চাই
তোর কথা মনে এলে নিজেকে হারাই
তোকেই মাথায় করে বেঁচে আছি তাই
আমি তোকেই মাথায় করে বেঁচে আছি তাই
আজ চুরি চুরি মন উরি উরি মন ঘুরি ঘুরি মন
আজ চুরি চুরি মন উরি উরি মন ঘুরি ঘুরি মন
আজ চুরি চুরি মন উরি উরি মন ঘুরি ঘুরি মন
Song: Bojabo Ki Kore Toke
Movie Name: Haripada Bandwala (2016)
Director: Pathikrit Basu
Singers: Arijit Singh & Anwesshaa
Guitars: Ankur Mukherjee
Flute: Nirmalya Humtu Dey
Lyrics: Prasen
Composer: Indraadip Dasgupta
Star Casting: Ankush Hazra, Nusrat Jahan, Kharaj Mukherjee, Laboni Sarkar, Biswajit Chakrabarty, Rajatabha Dutta
Video from YouTube for Bojabo Ki Kore Toke :