সেই , গ্রীষ্মের সকাল গুলোতেই
পর্দা ঠেলে সরিয়ে
হাওয়া দিলো ভাসিয়ে
হাওয়া দিলো ভাসিয়ে।
তখন, আমার এ বিছানা ঘুম
ছাড়েনি চোখের কোল
আর হাওয়াতে লাগালো দোল
হাওয়াতে লাগালো দোল।
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি।
তুমি আঁচল পেতে রাখো না
আমি আসছি চলে।
তুমি চোখ বুজো না, বুজো না
আমি এলাম বলে।
এখনও সময় অনেক বাকি
হো ও ও ও ও ও
আমার মনের গোপন পথে
আজও সে বাউন্ডুলে
চোখ রেখে কাটা ঘুড়িতে
হটাৎ যায় হারিয়ে।
আমার, মনের গভীরতাকে
অনুভূতির আঙ্গুলে
স্পর্শ করে দেখোনি
স্পর্শ করে দেখোনি।
তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে,
তখন আবার এ মন জাগে
কোন অচেনা সংরাগে।
যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি।
তুমি আঁচল পেতে রাখো না
আমি আসছি চলে
তুমি চোখ বুজো না, বুজো না
আমি এলাম বলে।
এখনো সময় অনেক বাকি
হো ও ও ও ও ও
Song: aloshyo
Artist: Surangana Bandyopadhyay
Movie: Uma (2018)
Director: Srijit Mukherji
Music Director: Anupam Roy
Lyricist: Anupam Roy
Acoustic guitar : Rishabh Ray
Slide on acoustic guitar: Rohan Ganguli
Drums: Sandipan Parial
Acoustic bass guitar: Panku (Sanket Bhattacharya)
Flute: Bubai (Sushanta Nandi)
Recorded by: Debojit Sengupta
Star Casting: Jisshu Sengupta, Sara Sengupta, Anjan Dutt, Rudranil Ghosh, Anirban Bhattacharya, Sayantika Banerjee, Srabanti,Babul Supriyo,Gargee Roy Chowdhury,Neel Mukherjee, Ambarish Bhattacharya, Abhijit Guha, Partha Sen
Video from YouTube for aloshyo :