Featured Video Play Icon

Eso Bondhu | এসো বন্ধু (Male and Female version)

Male Version: কিসের ডাকে পথে নেমেছি কেবা ভবিষ্যৎ দেখেছি! কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও এসো বন্ধু। আসুক বিপদ, আসুক বাধা সামনে থাক গোলকধাঁধা কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও এসো বন্ধু। আকাশ যতই ভয় দেখাক তুমি থেমো না সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। এসো আমার সঙ্গে এসো আজ সেজে এসো তোমার যুদ্ধ […]

Continue Reading
Featured Video Play Icon

Ure Jaak | উড়ে যাক

উড়ে যাক এ ঘুম আমার, ছুঁতে শ্বেত পাথরের রাত। জানি পাইনা কাছে কিছু আমার শূণ্য দুটি হাত। ভরে যাক এ ঘর আমার এক দীর্ঘ স্তব্ধতায় ভেসে যাক এ রাত, সময় দারুণ অবাধ্যতায়। উড়ে যাক এ ঘুম আমার। আড়ালে রেখেছো প্রেমিকের গভীরতা অথবা সরিয়ে রেখেছো সে দীনতা। হারিয়ে গিয়েছি বইয়ের ভিতরে পাতার প্রথমে অক্ষর হয়ে আলমারি […]

Continue Reading
Featured Video Play Icon

Jago Uma | জাগো উমা

ডেকে আনো ভোর, আলো আসতে দাও, ভেঙে পরার আগে, আজ ঘুরে দাড়াও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা। জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে, জাগো জাগো উমা। জাগো বিস্ময়, জাগো স্পন্দন, জাগো জাগো উমা। ধার দে হৃদ​য় আর, অস্ত্র​ তুলে রাখ, থেমে যাওয়ার আগে, একবার বাঁচতে চাও। জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা। জাগো স্পর্ধা, […]

Continue Reading
Featured Video Play Icon

Hariye Jawar Gaan | হারিয়ে যাওয়ার গান

কিভাবে কত কি পুড়ে ছাই। কখন কে জানে রাস্তার মোড়ে হাত নাড়ি বিদায় বাসের সারি বুকের ভেতর ভাড়ি পাথরের ছোঁয়াটুকু পাই। কেন দিলি উপহারে ঋণ? আমার যা আছে তা তো শূণ্য শূণ্য খালি চিন্তা খামখেয়ালি স্বরচিত ধূলোবালি মাখা কিছু অগোছালো দিন। আজ তবে থাক থাক অনুভূতি পিষে যাক চোখ বুজে মাথা রাখ তোকে দিই হারিয়ে […]

Continue Reading
Featured Video Play Icon

Aloshyo – Uma| আলস্য – উমা

সেই , গ্রীষ্মের সকাল গুলোতেই পর্দা ঠেলে সরিয়ে হাওয়া দিলো ভাসিয়ে হাওয়া দিলো ভাসিয়ে। তখন, আমার এ বিছানা ঘুম ছাড়েনি চোখের কোল আর হাওয়াতে লাগালো দোল হাওয়াতে লাগালো দোল। তখন আবার এ জাগে কোন অচেনা সংরাগে তখন আবার এ জাগে কোন অচেনা সংরাগে যেন তুলো সে যে আকাশ পথে দিতে হবে পারি। তুমি আঁচল পেতে […]

Continue Reading