দীপ ছিল, শিখা ছিল,
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বলল না।
ভাষা ছিল, কথা ছিল,
কাছে ডাকলে না বলে মন
কথা বলল না।
দীপ ছিল, শিখা ছিল-
ঝর্ণা কেমনে হয় নদী?
ঝর্ণা কেমনে হয় নদী?
সাগর না ডাকে কভু যদি।
তাই যেতে যেতে থামল সে
বয়ে চলল না।
কাছে ডাকলে না বলে মন
কথা বলল না।
দীপ ছিল, শিখা ছিল-
বুক ভরা আশা নিয়ে, মন আমার
শুধু শুধু কাছে এল
পারল না দিতে কিছু উপহার।
যে মালার ফুল গেছে ঝরে,
যে মালার ফুল গেছে ঝরে,
রেখেছি সে ফুল বুকে করে।
তাই এই ফুল রয়ে গেল
কেউ তুলল না।
কাছে ডাকলে না বলে মন
কথা বলল না।
দীপ ছিল, শিখা ছিল,
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বলল না।
ভাষা ছিল, কথা ছিল,
কাছে ডাকলে না বলে মন
কথা বলল না।
দীপ ছিল, শিখা ছিল-
Song: Deep Chilo Shikha Chilo
Artist: Manna Dey
Album: Tumi Arr Deko Na
Video from YouTube for Deep Chilo Shikha Chilo :
https://youtu.be/e8BdHC6rwQc