Featured Video Play Icon

Krishnachura Shon | কৃষ্ণচূড়া শোন

Lata Mangeshkar

কৃষ্ণচূড়া শোন শোন শোন।
সারাবেলা দোলায় তোকে
ক্ষ্যাপা হাওয়া যে!
ক্ষ্যাপা হাওয়া যে!
তার পায়ের শব্দ যায় না শোনা
পাতার আওয়াজে,
তোর পাতার আওয়াজে।

আমার লাল লাল এই লজ্জা চুরি করে।
তুই দিব্যি দেখি কনে সাজিস ,
আমার লাল ঘোমটা পরে।
আমার লাল লাল এই লজ্জা চুরি করে।
তুই দিব্যি দেখি কনে সাজিস,
তাই শ্বশুর ঘরে আমার তো আর হ​য় না যাওয়া যে।
কৃষ্ণচূড়া শোন শোন শোন।

হিংসেতে তুই মরিস শুধুই জ্বলে।
হায় আমার সিঁথি সাদাই থাকে,
তুই সিঁদুরে লাল বলে।
হিংসেতে তুই মরিস শুধুই জ্বলে।
হায় আমার সিঁথি সাদাই থাকে,
আমার চোখের বিছানাতে তাকে হ​য় না পাওয়া যে।
কৃষ্ণচূড়া শোন শোন শোন।
সারাবেলা দোলায় তোকে
ক্ষ্যাপা হাওয়া যে!
ক্ষ্যাপা হাওয়া যে!
তার পায়ের শব্দ যায় না শোনা
পাতার আওয়াজে,
তোর পাতার আওয়াজে।
কৃষ্ণচূড়া শোন শোন শোন।
শোন শোন শোন।
শোন শোন শোন।
শোন শোন শোন।

Song: Krishnachura shon(1982)
Artist: Lata Mangeshkar
Lyricists: Gouriprasanna Mazumder
Composer: Manas Mukhupadhyay

Video from YouTube for Krishnachura shon :
https://www.youtube.com/watch?v=bt3jv_oyMFk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *