ধা নিসাগামা ধা নিধা নিধা নিসা নিধা
পামাগা মাগা মাগা মাগাসানি
আহা হা
ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে কেন হেসে হেসে চায় !
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে কেন হেসে হেসে চায়!
বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝেনা;
এই চোখ আহা খোঁজে যা আর কেও তা খোঁজে না কেন খোঁজে না!
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে কেন হেসে হেসে চায়!
পাহাড়, তুমি সুন্দর কত সুন্দর জানে এই মন
তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন?
পাহাড়, তুমি সুন্দর কত সুন্দর জানে এই মন
তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন?
যদি না তোমায় দেখেও কারোর সবই ভাল লাগে ভালবাসা জাগে কারোর মন কিছু চায়
বুঝিনা আমি বুঝি যা অন্যে কেন বোঝেনা;
এই চোখ আহা খোঁজে যা আর কেও তা খোঁজে না কেন খোঁজে না!
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে কেন হেসে হেসে চায়!
জীবন, কত ঘটনার কত রটনার তাকে বোঝা দায়
হঠাৎ যাকে খোঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়।
কখনও যে প্রান শেখেনি গান এই দেখা পেয়ে সেও ওঠে গেয়ে কথা বলে সুখ পায়।
বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বোঝে না;
এই চোখ আহা খোঁজে যা আর কেও তা খোঁজে না কেন খোঁজে না!
ঝরনা ঝর ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে কেন হেসে হেসে চায়!
Song: Jhorna jhor jhoriye
Artist: Manna Dey
Lyricist: Pulak Bandyopadhyay
Movie: Selam Memsaheb(1975)
Star Cast: Samit Bhanja, Utpal Dutta, Robi Ghosh, Soma Dey, Gita Karmakar, Dipankar Dey
Video from YouTube for Jhorna jhor jhoriye:
https://youtu.be/ZTn-36w5i1k