ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য় গো।
ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য় গো।
কীরিট ধারিনী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ।
তোমার উপমা তুমিই তো মা, তোমার উপমা তুমিই তো মা
তোমার রূপের নাহিকো শেষ।
সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে তোর,
হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর।
ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য় গো।
শক্তিদায়িনী দাও মা শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ।
আঁধার রজনী ভয় কি জননী, আঁধার রজনী ভয় কি জননী
আমরা বাঁচাবো এ মহাদেশ।
রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ,
নাহিকো ভাবনা করিনা চিন্তা।
হৃদয়ে নাহি তো ভয়ের লেশ হৃদয়ে নাহি তো ভয়ের লেশ।
ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমাতে আমরা লভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য় গো।
ধন্য হয়েছি ধন্য় গো।
Song: Bharat Amar Bharatborsho
Film: Charmurti (1978)
Director: Umanath Bhattacharya
Music: Ajoy Das
Star Casting: Chinmoy Roy, Robi Ghosh, Satya Banerjee, Santosh Dutta, Sambhu Bhattacharya, Biplab Chatterjee, Kajal Gupta, Rita Sanyal
Video from YouTube for Bharat Amar Bharatborsho :