ওগো আর কিছু তো নাই বিদায় নেবার আগে তাই
তোমারি নয়নে পাওয়া তোমারি সুরে গাওয়া
এ গান খানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই বিদায় নেবার আগে তাই
তোমারি নয়নে পাওয়া তোমারি সুরে গাওয়া
এ গান খানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই
বরষা হয়ে তুমি আকাশ ভরে হৃদয় মরুতে মম পড়েছো ঝরে
বরষা হয়ে তুমি আকাশ ভরে হৃদয় মরুতে মম পড়েছো ঝরে
সরস করিয়া মোরে যে ফুল ফোটালে ভোরে
এ মালা তারি রেখে যাই
ওগো আর কিছু তো নাই বিদায় নেবার আগে তাই
তোমারি নয়নে পাওয়া তোমারি সুরে গাওয়া
এ গান খানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই|
জানিনা কখন মন হারায়ে গেলো সকলি হারায়ে বুঝি সকলি পেলো
জানিনা কখন মন হারায়ে গেলো সকলি হারায়ে বুঝি সকলি পেলো
আজিকে আশার নদী হুতাশে শুকালো যদি
এ হৃদি টুকু রেখে যাই
ওগো আর কিছু তো নাই
বিদায় নেবার আগে তাই তোমারি নয়নে পাওয়া
তোমারি সুরে গাওয়া এ গান খানি রেখে যাই
ওগো আর কিছু তো নাই|
Song: Ogo R Kichu To Nai
Artist: Lata Mangeshkar
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
Video from YouTube for Ogo R Kichu To Nai :