Featured Video Play Icon

Kichu Din Mone Mone | কিছুদিন মনে মনে

Folk Song

কিছুদিন মনে মনে-
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।
কিছুদিন মনে মনে-
ইশারায় কইবি কথা গোঠে মাঠে,
ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে।

কিছুদিন মনে মনে-
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।
কিছুদিন মনে মনে-
ইশারায় কইবি কথা গোঠে মাঠে,
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে।
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।

শ্যামকে যখন পড়বে মনে-
চাইবি কালো মেঘের পানে।
বলি শ্যামকে যখন পড়বে মনে
চাইবি কালো মেঘের পানে।
আর রান্নাশালে কাঁদবি বসে
ভিজে কাঠ দিয়ে উনুনে।
কিছুদিন মনে মনে-
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।
কিছুদিন মনে মনে-

(বলি) শ্যাম-সায়রে নাইতে যাবি
জলকে পরশ করবি কেনে। (পাঠান্তরঃ গায়ের বসন ভিজ্বে কেনে)
শ্যাম-সায়রে নাইতে যাবি
জলকে পরশ করবি কেনে। (পাঠান্তরঃ গায়ের বসন ভিজ্বে কেনে)
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে
বলি গায়ের বসন ভিজবে কেনে।
কিছুদিন মনে মনে-
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।
কিছুদিন মনে মনে-

(বলি) উতর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিণে।
(বলি) উতর যাবি সতর হবি
বলবি আমি যাই দক্ষিণে।
আর মনের কথা মনে থাকে
অরসিকে জানবে কেনে।(পাঠান্তরঃ রসিক জানে রসের মরম
অরসিকে বুঝবে কেনে)
কিছুদিন মনে মনে-
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।
কিছুদিন মনে মনে।

ইশারায় কইবি কথা গোঠে মাঠে
দেখিস যেন কেউ না জানে
কেউ না বোঝে কেউ না শোনে।
কিছুদিন মনে মনে
কিছুদিন মনে মনে ঘরের কোণে
শ্যামের পিরিত রাখ গোপনে।

Song: Kichu Din Mone Mone
Type: Folk Dong (Baul)
Artist: Nabin Das Baul and Parvati Baul

Video from YouTube for Kichu Din Mone Mone :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *