Featured Video Play Icon

Ogo Nithur Daradi | ওগো নিঠুর দরদী

Atul Prasad Sen

ওগো নিঠুর দরদী, এ কি খেলছ অনুক্ষণ!
ওগো নিঠুর দরদী।
তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন।
তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন।
ওগো নিঠুর দরদী, এ কি খেলছ অনুক্ষণ!

মিছে দাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা;
মিছে দাও কাঁটার ব্যথা, সহিতে না পার তা;
আমার আঁখি-জল
ওগো আমার আঁখি-জল
আমার আঁখি-জল তোমায় করে গো চঞ্চল,-
ওগো নয় বুঝি বিফল আমার অশ্রুবরিষন।
ওগো নিঠুর দরদী, এ কি খেলছ অনুক্ষণ!

ডাকিলে কও না কথা, কি নিঠুর নীরবতা।
ডাকিলে কও না কথা, কি নিঠুর নীরবতা।
তুমি আবার ফিরে চাও, বল, ‘ওগো শুনে যাও,
তুমি আবার ফিরে চাও, বল, ‘ওগো শুনে যাও,
তোমার সাথে আছে আমার অনেক কথন।’
ওগো তোমার সাথে আছে আমার অনেক কথন।’
ওগো নিঠুর দরদী, এ কি খেলছ অনুক্ষণ!
ওগো নিঠুর দরদী।

Song: Ogo Nithur Dorodi
Artist: Kanika Bandyopadhyay,
Lyricist and Composer: Atul Prasad Sen
Raag: Mishra Ashabari(মিশ্র আশাবরী)

Making Story of Ogo Nithur Daradi:

অতুলপ্রসাদ নয়, বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন হেমকুসুম।

ঠিক এমনই এক সময় রবীন্দ্রনাথ এলেন লখনউ। কোনও এক সাহিত্য সম্মেলনে। উঠবেন অতুলেরই বাড়ি।

কবিগুরু আসবেন তাঁর বাড়ি, অতুলের মনে আনন্দ আর ধরে না। কিন্তু সেই সঙ্গে তাঁর চিন্তা, কে কবির পরিচর্যা করবে? হেম যে বাড়িছাড়া।

কী আশ্চর্য, রবীন্দ্রনাথ যে দিন এলেন, সে দিনই হেমকুসুম ফিরে এলেন স্বামীঘরে। কবির দেখভালের সমস্ত ভার নিলেন নিজেই।

অতুল আনন্দে আত্মহারা। ভাবলেন, হেম যখন নিজে থেকেই ফিরে এসেছে, এ বার নিশ্চয়ই সে থেকে যাবে এ বাড়িতেই।

তা আর হল কই!

কবি যে দিন বিদায় নিলেন, সে দিনই অতুলকে ছেড়ে চলে গেলেন তাঁর হেমকুসুম।

অভিমানে পুড়ে যেতে যেতে অতুলপ্রসাদের মনে হল, হেম যতটাই তাঁর জন্য দরদী, ততটাই যেন নিষ্ঠুর। তিনি লিখলেন— ‘ওগো নিঠুর দরদী এ কী খেলছ অনুখন/তোমার কাঁটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন।’
-(আনন্দবাজার পত্রিকা থেকে)

Video from YouTube for Ogo Nithur Daradi:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *