Featured Video Play Icon

Nid Nahi Ankhi Pate | নিদ নাহি আঁখিপাতে

Atul Prasad Sen

বঁধুয়া, নিদ নাহি আঁখিপাতে।
আমিও একাকী, তুমিও একাকী
আজি এ বাদল-রাতে।

ডাকিছে দাদুরী মিলনতিয়াসে
ঝিল্লি ডাকিছে উল্লাসে।
পল্লীর বধু বিরহী বঁধুরে
মধুর মিলনে সম্ভাষে।
আমারো যে সাধ বরষার রাত
কাটাই নাথের সাথে।-
নিদ নাহি আঁখিপাতে।

গগনে বাদল, নয়নে বাদল,
জীবনে বাদল ছাইয়া;
এসো হে আমার বাদলের বঁধু,
চাতকিনী আছে চাহিয়া।
গগনে বাদল, নয়নে বাদল,
জীবনে বাদল ছাইয়া;
এসো হে আমার বাদলের বঁধু,
চাতকিনী আছে চাহিয়া।
কাঁদিছে রজনী তোমার লাগিয়া,
সজনী তোমার জাগিয়া।
কোন্ অভিমানে হে নিঠুর নাথ,
এখনও আমারে ত্যাগিয়া?
এ জীবন-ভার হয়েছে অবহ,
এ জীবন-ভার হয়েছে অবহ,
সঁপিব তোমার হাতে।
নিদ নাহি আঁখিপাতে।

Song: Nid Nahi Ankhi Pate
Lyricist and Composer: Atul Prasad Sen
Artist: Krishna Chattopadhyay
Raag: Behag(বেহাগ)
Taal: Ektal(একতাল)

Making of Nid Nahi Ankhi Pate:

পেশায় আইনজীবী অতুলপ্রসাদ গিয়েছেন মফসসলে। উঠেছেন এক ডাকবাংলোয়। সারা দিনের কাজের শেষে ফিরেছেন ডেরায়।

তখন রাত নেমেছে। বর্ষাকাল। আধো চাঁদের আলো, জমাট অন্ধকারের মাঝে মাঝে আঁচড় কেটে দাঁড়িয়ে। একাকী বসে আছেন অতুলপ্রসাদ।

সে দিনের কথা তিনি নিজেই লিখছেন, ‘‘কোনও একটি কেসে গিয়েছিলাম। ডাকবাংলোর বারান্দায় রাতে ডিনারের পর ইজিচেয়ারে গা এলিয়ে একা বিশ্রাম করছি, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চোখে ঘুম আসছে না। ঝিঁঝিঁ পোকা ও ব্যাঙের ঐকতান শুনছি। মনটা উদাস হয়ে গেল। এই গানটি তখন লিখেছিলাম।— ‘বঁধুয়া নিদ নাহি আঁখিপাতে/আমিও একাকী তুমিও একাকী আজি এ বাদল রাতে’।’’ -(আনন্দবাজার পত্রিকা থেকে)

Video from YouTube for Nidh Nahi Ankhi Pate :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *