Featured Video Play Icon

Eka Mor Ganer Tori | একা মোর গানের তরী

Atul Prasad Sen

একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে;
সহসা কে এলে গো এ তরী বাইবে ব’লে?
ভাসিয়েছিলাম নয়ন-জলে;

যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?
কে আমার বিফল মালা পরিয়ে দিল তোমার গলে?
ভাসিয়েছিলাম নয়ন-জলে;

কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায়,
হ’লে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়?
কেন মোর গানের ভেলায় এলে না প্রভাত-বেলায়,
হ’লে না সুখের সাথী জীবনের প্রথম দোলায়?
বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজল প্রাণে?
বুঝি মোর করুণ গানে ব্যথা তার বাজল প্রাণে?
এলে কি দু’কূল হতে কূল মেলাতে এ অকূলে!
ভাসিয়েছিলাম নয়ন-জলে;

একা মোর গানের তরী ভাসিয়েছিলাম নয়ন-জলে;
সহসা কে এলে গো এ তরী বাইবে ব’লে?
ভাসিয়েছিলাম নয়ন-জলে;
একা মোর গানের তরী।

Song: Eka Mor Ganer Tori
Artist: Pratima Bandopadhyay
Lyricist: Atul Prasad Sen
Raag: Mishra Behag (মিশ্র বেহাগ)
Porjay: Manab(মানব​)

Video from YouTube for Eka Mor Ganer Tori:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *