Featured Video Play Icon

Eso Bondhu | এসো বন্ধু (Male and Female version)

Anupam Roy Uma (2018)

Male Version:

কিসের ডাকে পথে নেমেছি
কেবা ভবিষ্যৎ দেখেছি!
কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও
এসো বন্ধু।
আসুক বিপদ, আসুক বাধা
সামনে থাক গোলকধাঁধা
কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও
এসো বন্ধু।
আকাশ যতই ভয় দেখাক তুমি থেমো না
সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না।
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ
হাত নেড়ে ডাকছি তোমায় আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ।
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু সবাই হাত লাগাই।
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ।

পাঁচটা আঙ্গুল হলে একসাথে
তাজমহল বানিয়ে ফেলি একরাতে
কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও
এসো বন্ধু।
ভেঙে পরো না এত অল্পতেই
পরিশ্রমের বিকল্প নেই।
কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও
এসো বন্ধু।
আকাশ যতই ভয় দেখাক তুমি থেমো না
সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না।
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ
হাত নেড়ে ডাকছি তোমায় আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ।
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু সবাই হাত লাগাই।
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ।

Female Version:

কিসের ডাকে মাঠে নেমেছি
ভেবেছি যখন ভালোবেসেছি।
কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও
এসো বন্ধু।
শপথ নিয়ে চলো এগিয়ে যাই
একসঙ্গে আজ আমরা সবাই
কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও
এসো বন্ধু।
আকাশ যতই ভয় দেখাক তুমি থেমো না
তুমি থেমো না।
সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না।
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ
হাত নেড়ে ডাকছি তোমায় আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ।
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু সবাই হাত লাগাই।
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ।

হেরে যাওয়া জানি নেই ধাতে
তুমি প্রস্তুত হও এই সংঘাতে
কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও
এসো বন্ধু।
প্র​য়োজনে আনো পক্ষীরাজ
হোক বজ্রপাত আজ হোক আওয়াজ
কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও
এসো বন্ধু।
আকাশ যতই ভয় দেখাক তুমি থেমো না
তুমি থেমো না।
সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না।
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ
হাত নেড়ে ডাকছি তোমায় আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ।
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু সবাই হাত লাগাই।
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ।

এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ
হাত নেড়ে ডাকছি তোমায় আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ।
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু সবাই হাত লাগাই।
এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধ সাজ।

ও ওওও ওওওও
ও ওওও ওওওও
ও ওওও ওওওও ও

Song: Eso Bondhu
Artist: Anupam Roy (Male), Somlata Acharyya Chowdhury (Female)
Movie: Uma (2018)
Music Director: Anupam Roy
Lyricist: Anupam Roy
Director: Srijit Mukherji
Story, Screenplay, Dialogues: Srijit Mukherji
Star Casting: Jisshu Sengupta, Sara Sengupta,Anjan Dutt, Rudranil Ghosh,Anirban Bhattacharya,Sayantika Banerjee,Srabanti,Babul Supriyo,Gargee Roy Chowdhury,Neel Mukherjee, Ambarish Bhattacharya, Abhijit Guha, Partha Sen

Video from YouTube for Eso Bondhu:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *