Folk Songs Rimjhim Bristi | রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি সূর্য ঢেকে নিল দৃষ্টি। রিমঝিম বৃষ্টি অঝোর ধারায় ঝরে বৃষ্টি সূর্য ঢেকে নিল দৃষ্টি। Hasnuhana | হাসনুহানা ও মৌ তুমি জানো না যে মাঝরাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে। জানি না কার কী যায় Hridoyer Rong | হৃদয়ের রঙ ওরা মনের গোপন চেনে না। ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে, কেন সারারাত জেগে বাড়ি ফিরি Ogo Abar Natun Kore | ওগো আবার নতুন করে ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না হারানো স্বপন চোখে এঁকো না। ওগো আবার নতুন করে ভুলে Megh Pakhi| মেঘ পাখি মেঘ পাখি, ঝরা পাতা, এলোমেলো হাওয়া, তোর চোখ জুড়ে স্বপ্ন আর সহস্র চাওয়া, তোর ঠোঁট চাপা হাসি আর চোখে চাপা Preme Pora Baron | প্রেমে পড়া বারণ প্রেমে পড়া বারণ, কারণে অকারণ আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ আঙুলে আঙ্গুল রাখলেও হাত Mondo Bole Loke | মন্দ বলে লোকে মন্দ বলে লোকে বলুক না,বলুক না। হিংসে করে জ্বলে জ্বলুক না, জ্বলুক না। তবুও দুজনে কূজনে কূজনে তবুও তবুও দুজনে Nil Nil Akashe | নীল নীল আকাশে নীল নীল আকাশে, চাঁদ ওই যখন আসে ভালোবাসা ছড়িয়ে, মন আমার ভরিয়ে। এমন কেউ সাথী কই, এমন কেউ কাছে কই, Ki Upohar Sajiye Debo | কি উপহার সাজিয়ে দেবো কি উপহার সাজিয়ে দেব গান আছে তাই শুনিয়ে যাব অনন্ত আমারই গান দুরন্ত আমারই প্রান এইতো উপহার। কি উপহার সাজিয়ে Opare Thakbo Ami | ওপারে থাকব আমি হু হু হু হুহুহু হুহু লালা লা লালা লালা ওপারে থাকব আমি তুমি রইবে এপারে শুধু আমার দুচোখ ভরে দেখবো Smritir Shohor | স্মৃতির শহর আমাকে টান মারে রাত্রি-জাগা নদী আমাকে টানে গূঢ় অন্ধকার আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার। আমাকে টান Ajana Kono Golpo Bole | অজানা কোনো গল্প বলে অজানা কোনো গল্প বলে মেঘলা নীল, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। অজানা কোনো গল্প বলে মেঘলা নীল, অচেনা পথে Bhulbona | ভুলবো না হুম হো ও ওও ও না বলা কিছু কথা রয়ে যায় এ মনে, বুঝ্তে পারিনা বলব কি করে? ছায়াপথ দিয়ে Ekta Mon | একটা মন একটা মন হাঁটিহাঁটি পায় আঁকাবাঁকা রেলগাড়ি মেঘ এসে চোখে দিল রঙ হাতে দিল ডাকটিকিট। বৃষ্টি মেশে ড্রয়িং খাতায় ফুল ফল Akashe Surjo Achhe Jatodin | আকাশে সূর্য আছে যতদিন লা লা লা লা আআ লা লা আ লা লা আকাশে সূর্য আছে যতদিন তুমি তো আমারই আর কারো নয়, Sob Kotha Bola Holo | সব কথা বলা হলো সব কথা বলা হলো বাকি রয়ে গেল শুধু বলিতে, যে কথা মনের কথা কতবার থেমে গেছি বলিতে বলিতে বলিতে বলিতে। Dure Thekona Aro Kache Eso | দূরে থেকো না আরো কাছে এসো দূরে থেকো না। আরো কাছে এসো। পরশ করে দেখো আমায় রোমাঞ্চ জাগে কি? দূরে থেকো না। আরো আরো কাছে এসো। Nijhum Sondhay | নিঝুম সন্ধ্যায় আ আ আ আ আআআআআআআআ নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে Keno Gelo Porobashe | কেন গেল পরবাসে বঁধুয়া! বল বল বঁধুয়া আ আআআআআআ কেন গেল পরবাসে বল বঁধুয়া কেন গেল পরবাসে বল বঁধুয়া গরজে বরষে মানে না Ami Hote Parini Akash | আমি হতে পারিনি আকাশ আ আআ আ আমি হতে পারিনি আকাশ আমি হতে পারিনি আকাশ তুমি দিন শেষে আলোর আবেশ নিয়ে চাঁদ হলে। তুমি Ke Jeno Go Dekeche Amay | কে যেন গো ডেকেছে আমায় আ আআ আ কে যেন গো ডেকেছে আমায় মানে না নয়ন কেন ফিরে ফিরে চায়। কে যেন গো ডেকেছে আমায় Asar Shrabon | আষাঢ় শ্রাবণ ও ওও ও আ আ আ আআআ আআআ আআআ আ আ আষাঢ় শ্রাবণ মানে না তো মন ঝর ঝর ঝর Amake Amar Moto Thakte Dao | আমাকে আমার মত থাকতে দাও আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত Benche Thakar Gaan | বেঁচে থাকার গান যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা জেনো কেড়ে নিতে দেবো না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা জেনো আমি « Previous 1 … 3 4 5 6 7 … 33 Next »