গঙ্গা আমার মা পদ্মা আমার মা
ও ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।
গঙ্গা আমার মা পদ্মা আমার মা।
একই আকাশ একই বাতাস
এক হৃদয়ের একই তো শ্বাস।
দোয়েল কোয়েল পাখির ঠোঁটে
দোয়েল কোয়েল পাখির ঠোঁটে
একই মুর্ছনা, একই মুর্ছনা।
ও ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।
গঙ্গা আমার মা পদ্মা আমার মা।
এপার ওপার কোন পাড়ে জানি না
ও আমি সব খানেতে আছি
গাঙ্গের জলে ভাসিয়ে ডিংগা
ও আমি পদ্মাতে হই মাঝি
এপার ওপার কোন পাড়ে জানি না
শংখ চিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতে নাচি
এপার ওপার কোন পাড়ে জানি না
একই আশা ভালবাসা কান্না হাসির একই ভাষা।
দুঃখ সুখের বুকের মাঝে,
দুঃখ সুখের বুকের মাঝে
একই যন্ত্রনা, একই যন্ত্রনা।
ও আমার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।
গঙ্গা আমার মা পদ্মা আমার মা।
গঙ্গা আমার মা পদ্মা আমার মা।
উল্লেখ্য : ভূপেন হাজারিকা জন্ম হয় ১৯২৬ সালে আসামের সাদিয়া গ্রামে। ১৯৫২ সালে ব্রহ্মপুত্র নদের বন্যায় প্রায় ভেসে যায় এই গ্রাম। তাঁর জীবনে ব্রহ্মপুত্র নদ প্রকৃতই দুঃখের নদ হয়ে রয়ে গেছে চিরকাল। তাঁর অনেক গানেই গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের এই রূপের উল্লেখ পাওয়া যায়। এই গানটিও তার ব্যতিক্রম নয়।
Song: Ganga amar ma
Artist and Composer: Bhupen Hazarika
Lyricist: Shibdas Banerjee
Video from YouTube for Ganga amar ma :
https://youtu.be/7WQCITNz31g