ও রি কিসুক রাই জিয়া রা
সাঁইয়া কে য়াদ যো আয়ে
শুনা পরা হে মেরা আঙ্গনা
দি যো সন্দেশা ভিজাইকে
দি যো সন্দেশা ভিজাই
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
ভেসে অসে সুর উদাসী রাতে
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
স্মৃতি দোলায় আলো ছায়াতে
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
ভেসে অসে সুর উদাসী রাতে
স্মৃতি দোলায় আলো ছায়াতে
রাত নিঝুম আসে না তো ঘুম
আজো তুমি এলে না
নিরাশায় দিন যায় রাত যায়
দুরাশায় যায় চলে সময়
বয়ে যায় ফাগুনেরই রাত বয়ে যায়
আমার দিন কাটে না আমার রাত কাটে না
শোনো শোনো সুজন আমার
শোনো শোনো সুজন আমার
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
ধুঁ ধুঁ শতক পাড়ে আমি দাঁড়িয়ে একা আ আ আ আ আ
জ্বলে আমার বুকে জোনাকীরা একা আ আ আ আ আ
ধুঁ ধুঁ শতক পাড়ে আমি দাঁড়িয়ে একা
জ্বলে আমার বুকে জোনাকীরা একা
জোছনার ছায়া পায়ে মেখে এসে
পরিয়ো চাঁদের টিপ ভালোবেসে
সুজন ও সুজন
সুজন ও সুজন
রাত নিঝুম আসে না তো ঘুম
আজো তুমি এলে না
নিরাশায় দিন যায় রাত যায়
দুরাশায় যায় চলে সময়
বয়ে যায় ফাগুনেরই রাত বয়ে যায়
আমার দিন কাটে না আমার রাত কাটে না
শোনো শোনো সুজন আমার
শোনো শোনো সুজন আমার
ভেসে আসা সুরের স্বপ্ন মায়াজাল আ আ আ আ আ
সময়ের তটে বুনে যায় মহাকাল ও ও ও ও ও
ভেসে আসা সুরের স্বপ্ন মায়াজাল
সময়ের তটে বুনে যায় মহাকাল
যাদু কাঠির ছোঁয়ায় সেই শুনে আবার
দুটি একাকী মন করে দেবে একাকার
সুজন ও সুজন
সুজন আমার সুজন
রাত নিঝুম আসে না তো ঘুম
আজো তুমি এলে না
নিরাশায় দিন যায় রাত যায়
দুরাশায় যায় চলে সময়
বয়ে যায় ফাগুনেরই রাত বয়ে যায়
আমার দিন কাটে না আমার রাত কাটে না
শোনো শোনো সুজন আমার
শোনো শোনো সুজন আমার
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
ঝুম তা না না ঝুম তা না না ঝুম
ভেসে অসে সুর উদাসী রাতে
স্মৃতি দোলায় আলো ছায়াতে
ভেসে অসে সুর উদাসী রাতে
স্মৃতি দোলায় আলো ছায়াতে
Song: Sujan
Artist: Subhamita Banerjee
Video from YouTube for Sujan :
https://www.youtube.com/watch?v=4WpEy0Islys