ইতিহাস লেখা আঁখি জলে,
বলে যায় সে কথা প্রতি পলে।
ইতিহাস লেখা আঁখি জলে,
বলে যায় সে কথা প্রতি পলে।
তোমার তরে পথ চেয়ে,
তোমার তরে পথ চেয়ে,
প্রদীপ রাখি আজও জ্বেলে।
ইতিহাস লেখা আঁখি জলে,
বলে যায় সে কথা প্রতি পলে।
অন্য মনের পথ চলে চলে
কখন হয়েছি আমি ক্লান্ত,
অন্য মনের পথ চলে চলে
কখন হয়েছি আমি ক্লান্ত,
বুঝিনি কখন এ চলার নেশায়
হয়েছি আমি দিকভ্রান্ত।
আসবে না জানি তবু ফিরে,
আসবে না জানি তবু ফিরে,
বাতাস সে কথা যায় বলে।
ইতিহাস লেখা আঁখি জলে,
বলে যায় সে কথা প্রতি পলে।
বেদনার জলছবি ধুসর হলে,
স্মৃতির ছায়ারা পথে নামে।
বেদনার জলছবি ধুসর হলে,
স্মৃতির ছায়ারা পথে নামে।
সে স্মরণে ধরণী সীমা ছাড়ায়
জানিনা কোথায় শেষে থামে।
মিছে গান গাওয়া পথ চাওয়া
মিছে গান গাওয়া পথ চাওয়া
ভাবি বুঝি সারা হলে।
ইতিহাস লেখা আঁখি জলে
বলে যায় সে কথা প্রতিপলে।
Song: Itihas Lekha Ankhi Jole
Artist: Subhamita Banerjee
Album: Phire Dekha
Music Director: Nachiketa Chakraborty
Video from YouTube for Itihas Lekha Ankhi Jole: