সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি।
সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি।
পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি।
পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি।
কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী।
কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী।
সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি মা
তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি।
আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরনী।
আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরনী।
আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি।
আমি রথ, তুমি রথী, যেমন চালাও তেমনি চলি।
সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি।
সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি।
Song: Sokoli Tomari Echcha
Type: Shayamasangeet Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
Video from YouTube for Sokoli Tomari Echcha :
https://youtu.be/nGckL0Z3Od8