Featured Video Play Icon

Mon Tomar Ei Bhrom Gelo Na | মন তোমার এই ভ্রম গেল না

Ramprasadi Shyamasangeet Shayamsangeet

মন তোমার এই ভ্রম গেল না,
গেল না,
কালী কেমন তাই চেয়ে দেখলে না,
দেখলে না,
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না।

ত্রিভুবন যে মায়ের মূর্তি
জেনেও কি তাই জান না,
ত্রিভুবন যে মায়ের মূর্তি
জেনেও কি তাই জান না,
মাটির মূর্তি গড়িয়ে মন
করতে চাও তার উপাসনা,
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না।

জগৎকে সাজাচ্ছেন যে মা
দিয়ে কত রত্ন-সোনা,
জগৎকে সাজাচ্ছেন যে মা
দিয়ে কত রত্ন-সোনা,
কোন লাজে সাজাতে চাস তায়
দিয়ে চার ডাকের গহনা,
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না।

জগৎকে খাওয়াচ্ছেন যে মা
সুমধুর খাদ্য নানা,
জগৎকে খাওয়াচ্ছেন যে মা
সুমধুর খাদ্য নানা,
কোন লাজে খাওয়াতে চাস তায়
আলু চাল আর মুগ ভিজানা,
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না,
কালী কেমন তাই চেয়ে দেখলে না,
দেখলে না।
মন তোমার এই ভ্রম গেল না,
গেল না।

Song: Mon Tomar Ei Bhrom Gelo Na
Artist: Pannalal Bhattacharya
Type: Ramprasadi Shayamasangeet
Lyricist and Composer: Sadhak Ramprasad Sen (সাধক রামপ্রসাদ সেন)

Video from YouTube for Mon Tomar Ei Bhrom Gelo Na :
https://youtu.be/2k0vPM7CCtI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *