মন রে কৃষিকাজ জানো না।
মন রে কৃষিকাজ জানো না।
এমন মানব জমিন রইল পতিত
আবাদ করলে ফলত সোনা।
মানব জমিন রইল পতিত
আবাদ করলে ফলত সোনা।
মন রে কৃষিকাজ জানো না।
কালী নামে দাও রে বেড়া
ফসলের তছরুপ হবে না।
কালী নামে দাও রে বেড়া
ফসলের তছরুপ হবে না।
সে যে মুক্তকেশী শক্ত বেড়া
তার কাছে যম ঘেঁষে না।
সে যে মুক্তকেশী শক্ত বেড়া
তার কাছে যম ঘেঁষে না।
মন রে কৃষিকাজ জানো না।
অদ্য কিংবা শতাব্দান্তে,
বাজেয়াপ্ত হবে জানো না,
অদ্য কিংবা শতাব্দান্তে,
বাজেয়াপ্ত হবে জানো না।
আছে একতারে মন এই বেলা তুই
চুটিয়ে ফসল কেটে নে না।
মন রে কৃষিকাজ জানো না।
গুরু রোপন করেছেন বীজ,
ভক্তিবারি তাই সেঁচে না,
গুরু রোপন করেছেন বীজ,
ভক্তিবারি তাই সেঁচে না,
গুরুদত্ত বীজ রোপন ক’রে,
ভক্তিবারি সেঁচে দে না।
একা যদি না পারিস, মন –
রামপ্রসাদকে সঙ্গে নে না।
একা যদি মন রে আমার
একা যদি না পারিস, মন –
রামপ্রসাদকে সঙ্গে নে না।
মন রে কৃষিকাজ জানো না।
মানব জমিন রইল পতিত
আবাদ করলে ফলত সোনা।
মন রে কৃষিকাজ জানো না।
মন রে কৃষিকাজ জানো না।
song: Mon Re Krishikaj Jano Na
Artist: Dhananjay Bhattacharya
Type: Ramprasadi Shayamasangeet
Lyricist and Composer: Sadhak Ramprasad Sen (সাধক রামপ্রসাদ সেন)
Video from YouTube for Mon Re Krishikaj Jano Na:
https://youtu.be/_bKJ4YLHWCM
Nice post